
Professor Dr. Harun-or-Rashid
Vice-Chancellor
National University,Dhaka
বাণী
কলেজ অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রাশন এ্যান্ড টেকনোলজি (সিবিএটি),কুষ্টিয়া "ই" বার্ষিকী প্রকাশনার উদ্যোগকে আমি স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমসাময়িক জ্ঞান-বিজ্ঞান ও মুক্ত বুদ্ধি চর্চার অবিচ্ছেদ্য নীড়। এখানে পারস্পরিক সহাবস্থান, ক্রীড়া, সাহিত্য ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ড অনুশীলনের মাধ্যমে তাদের মাঝে সৃষ্টি হয় ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যরে সেতুবন্ধন। আর এ বন্ধন কাঙ্খিত স্বদেশ গঠনের পথ সুগম করে।জাতির উন্নয়ন, অগ্রগতি তথা সমৃদ্ধির জন্য প্রয়োজন সুশিক্ষিত জনগোষ্ঠী। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সচেতন ও দায়িত্বশীল মানব সম্পদ। আধুনিক জ্ঞান-বিজ্ঞান অর্জন, গবেষণা ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলাই একজন ছাত্রের মূল ব্রত। সিবিএটির শিক্ষার্থীগণ এ বাস্তবতা উপলব্ধি করে সমৃদ্ধ দেশ গঠনে নিজেদের প্রচেষ্টাকে সর্বাঙ্গ-সুন্দর ও কার্যকর করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস।
আমি এ উদ্যোগের সফলতা কামনা করছি এবং সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি অকৃত্রিম অভিবাদন ও আন্তরিক মোবারকবাদ।
Dr.Abul Kalam Azad
Dean
Faculty of Social Science
Islamic University, Kushtia.
বাণী
আমি এ উদ্যোগের সফলতা কামনা করছি এবং সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি অকৃত্রিম অভিবাদন ও আন্তরিক মোবারকবাদ।
Ahsan Habib reza
Principal
cbat,Kushtia.
বাণী
ঐতিহ্যবাহী কলেজ অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রাশন এ্যান্ড টেকনোলজি (সিবিএটি),কুষ্টিয়া "ই" বার্ষিকী উদ্যোগে "প্রত্যাশা" নামে একটি বার্ষিকী প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে জেনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। প্রাতিষ্ঠানিক পাঠ্যক্রমে শিক্ষার্থীর মানস-বিকাশের উপাদান তাদের বয়স অনুযায়ী যথেষ্ঠ পরিমান থাকলেও তার যে একটি গন্ডি বেধে দেয়া থাকে সে কথা আমরা সবাই জানি। সেই সংগে এ-ও জানি যে সেই পাঠ্যক্রমের সংগে পরীক্ষা পাসের একটি প্রয়োজনের যোগ রয়েছে। ফলে অপ্রয়োজনের যে আনন্দ, যাকে খেলার আনন্দের সংগে তুলনা করা যায়, তা সেখান থেকে সর্বদা না-ও মিলতে পারে। সেজন্যই শিক্ষার্থীরা পুথিগত বিদ্যার বাইরে সাহিত্য-সংস্কৃতির নানা ধরণের কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে। এ কাজে যে যতখানি নিষ্ঠার সংগে সাধনা করে, তার মনের দিগন্ত ততখানি প্রসারিত হয়।
বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্ববিদ্যা সংগ্রহের আলয়। এখানে সমগ্র বিশ্ব নিজেকে মেলে ধরে আছে। আমাদের শিক্ষার্থীরা তাকে দু’হাতে গ্রহণ করুক আমি এই কামনা করি।
তাদের এই বার্ষিকী প্রকাশের লক্ষ্য সর্বোতভাবে সাফল্য লাভ করুক।
শুভার্থী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন